Five Bank Officer Cash Admit Card Under Bangladesh Bank

Five Bank Officer Cash Admit Card Under Bangladesh Bank. এমসিকিউ আকারের পরীক্ষার জন্য এডমিট কার্ড বিতরণ চলছে।

আপনি বুঝবেন কিভাবে যে এই পদে আপনি এপ্লাই করেছেন?

উত্তর :

খুবই সহজ, এখন যে এডমিট কার্ড দিচ্ছে সেটির ট্রেকিং নাম্বার হচ্ছে 10052 দিয়ে শুরু। তাহলে এখনই আপনার এই ট্রেকিংয়ের সাথে মিলিয়ে নিন যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার জন্যেই এই এডমিট।

সময়সীমা:

আপনি যদি অফিসার ক্যাশ পদে আবেদন করে থাকেন তবে আপনাকে অবশ্যই ৮ নভেম্বরের ২০১৮ এর মধ্যেই এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এর পর এই পদের অপশনটি খুজে পাওয়া যাবে না।

কিভাবে এডমিট কার্ড তুলবেন?

প্রথমেই আপনাকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। তারপর ডাউনলোড মেনু সিলেক্ট করুন,  এরপর এডমিট কার্ড অপশনে ক্লিক করার পর দেখবেন নতুন একটি উইনডো আসবে সেখানে আপনার পদের নাম সিলেক্ট করুন, তারপর CV Identification Number দিবেন, এরপর পাওয়ার্ড দিয়ে Print PDF বাটনে ক্লিক করলেই আপনার কাংখিত Admit Card টি ডাউনলোড হয়ে যাবে।

অথবা নিচের লিংক থেকে সরাসরি এডমিট তুলতে পারবেন