BD Govt Job Circular

চাকুরীতে সফল হওয়ার মূল মন্ত্র ঃ

আমরা প্রায়ই এমনটি বলে থাকি যে, আমার দ্বারা আর সম্ভব নয়। এত প্রস্তুতি নিলাম, এত সময় শ্রম ব্যয় করলাম; তারপরও পরীক্ষায় কৃতকার্য হতে পারলাম না। বা মনে হয় আমার দ্বারা আর চাকুরী সম্ভব নয়। তাহলে শুনুন এই লেখাটি আপনার জন্যেই।

আপনি কি জানেন, পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা কত কষ্ট করেছেন। কত সময়,  শ্রম আর মেধা খাটিয়ে তারপর সফল হয়েছেন। আপনি তো একা নন যে সফলতার জন্য চেষ্টা করতেছেন ! আপনার মত হাজারো বেকার চাকুরীর জন্য অনুরূপ চেষ্টায়রত আছেন।

আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সফলতা তো তাদের জন্যেই যারা ধৈয্যের সাথে নিজের মেধার বিকাশ সাধন করতে থাকেন। আপনি কী জানেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, রাষ্ট্র নায়ক, মহা সেনাপতি কিংবা মহা চিকিৎসক কে ছিলেন? হয়তো বলেই ফেলবেন; তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার কথাই ঠিক। সর্বগুণের অধিকারীই হচ্ছেন আমাদের প্রিয় রাসূল (সা)।

আপনি হয়তো এটাও জানেন;  তিনি পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে সঠিক পথের দিশা দিতে। তিনি তৎকালীন লোকদেরকে যখন প্রযুক্তির বিকাশ সাধিত হয়নি; সেই অন্ধকার আর কুসংস্কারে পরিপূর্ণ জাতিকে সঠিক পথের ঠিকানা বের করে তা বাস্তবে প্রতিপালন করে দেখিয়ে গেছেন।

প্রিয় নবী সা. কে অবশ্য  একাজ করতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক ধৈয্যের দৃষ্টান্ত স্থাপন করতে হয়েছে। পাথরের আঘাত আর নিন্দুকের সীমাহীন কটুক্তি হজম করতে হয়েছে। তারপরই কেবল একজন সফল রাষ্ট্রনায়ক হয়েছেন, একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হয়েছেন। অমুসলিমরা শুধু তাঁকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যা দেননি।

সুতরাং আপনিও পারবেন;  যদি ইচ্ছে থাকে নিজের ক্যারিয়ারকে গঠন করার, জীবনটাকে সুন্দরভাবে সাজানোর।

 

BD govt job circular is a new govt job circular in Bangladesh blog site. It is the most popular job vacancies site of this country. You can get latest job circular in everyday. Just click this site link: govtjob24.com.