New Govt Job Circular, Defense Ministry Goyenda প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন নিম্ন বর্ণিত বেসামরিক শূণ্য পদে প্রকৃত বাংলাদেশীগণ আবেদন করতে পারবেন।
আবেদনের ন্যূনতম যোগ্যত:
পদের নাম: সহকারী পরিচালক
- পদসংখ্যা: ৭টি
- বেতন গ্রেড: ২২০০০-৫৩০৬০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
- পয়েন্ট: ন্যূনতম ৩.৭৫ (৫.০০ ) অথবা ৩.০০ (৪.০০)
- সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পদের নাম : ধর্মীয় শিক্ষক
- পদসংখ্যা: ১টি
- বেতনগ্রেড: ১৪১২০-৩৩৯৭০টাকা
- শিক্ষাগত যোগ্যতা: ফাযিল পাশ
- সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পরীক্ষার ফি:
১ম পদের জন্য ৬০০ টাকা এবং ২য় পদের জন্য ৪০০ টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। মেসেজ পাঠানোর জন্য নিম্নের সার্কুলারে বিস্তারিত উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০১৮ সকাল ১০:০০টা
- আবেদন শেষ: ০৯ নভেম্বর ২০১৮ সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।
বয়স:
০৯ নভেম্বর ২০১৮ ইং তারিখে আবেদনকারীর বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বৎসর। আর মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বৎসর। তবে মুক্তিযোদ্ধার নাতী বা নাতনীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখান থেকে আপনার বয়স চেক করতে পারবেন-
[button color=”blue” size=”medium” link=”https://www.calculator.net/age-calculator.html” icon=”” target=”true”]Age Calculator[/button]
গোয়েন্দা সার্কুলার :
[button color=”red” size=”medium” link=”http://cao.teletalk.com.bd/home.php” icon=”” target=”true”]Apply Now[/button]
আরো চাকুরীর বিজ্ঞাপন দেখতে নিচের দেওয়া লিংক ভিজিট করতে পারেন-
[feed url=”http://govtjob24.com/” number=”7″]