Ministry of Labour and Employment www.mole.gov.bd Job Circular 2018 has been published dated on 3rd November 2018 in The Daily Ittefaq. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিম্নোক্ত পদসমূহে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম ও পদ সংখ্যা:
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ০১ জন
- ক্যাশ সরকার-০১ জন
- অফিস সহায়ক-০৩জন
আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০১৮ ইং তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
চাকুরীতে আবেদনের বয়স:
১৮ থেকে ৩০ বৎসর।
চাকুরীর মূল সার্কুলার:
চাকুরীর আবেদন ফরম: