How to apply pubali bank job circular 2018. পূবাইলী ব্যাংকে প্রবেশনারী জুনিয়র অফিসার ও ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট জুনিয়র ক্যাশ পদে চাকুরীর সার্কুলার প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
Probationary Junior Office: যে কোন বিষয়ে মাস্টার্স। শিক্ষাজীবনে কমপক্ষে ২টি ১ম শ্রেনী থাকতে হবে। যারা গ্রেডিং পদ্ধতিতে পাশ করেছেন তাদের কমপক্ষে দুটিতে ৩.০০ থাকতে হবে।
Trainee Assistant Junior Office (Cash): এই পদে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। তবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি প্রাপ্তরা আবেদন করতে পারবেন না।
বয়স :
সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩১ আগষ্ট ২০১৮ তারিখে ৩০ বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিটের আবেদন গ্রহণ যোগ্য নয়।
পূবালী ব্যাংকে চাকুরীজীবিদের সন্তানদের ক্ষেত্রে আবেদনের সবোচ্চ বয়স ৩২ বছর।
তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বৎসর পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য।
পদের সংখ্যা :
পূবালী ব্যাংকে প্রবেশনারী জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট জুনিয়র ক্যাশ পদে ৫০০ জন।
বেতন :
Probationary Junior Office পদের বেতন ২৫০০০ টাকা এবং Trainee Assistant Junior Office (Cash)পদের বেতন ২০০০০ টাকা।
আবেদনের সময়সীমা:
উপরোক্ত দুটি পদে আবেদনের সর্বশেষ সময় ১৫ নভেম্বর ২০১৮ইং সন্ধ্যা ৬:০০টা।
প্রবাশনারী জুনিয়র অফিসার পদের সার্কুলার:
ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদের সার্কুলার:
আবেদন পদ্ধতি :
পূবালী ব্যাংকে আবেদনের জন্য প্রথমে ব্যাংকের নির্ধারিত লিংকে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য, ইমেইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং দুজন রেফারেন্সের নাম, তাদের পদবী ও মোবাইল নাম্বার সহ আবেদন করতে হবে।
You can visit latest job circular; bank job circular