New Govt Job Circular, Senior Staff Nurse Recruitment 2018 has been published. গত ৬ই নভেম্বর ২০১৮ইং তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডি্ক্যাল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স পদে ৩০০ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে তা তুলে ধরা হলো-
পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- টাকা
গ্রেড: ১০ম
পদের সংখ্যা: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।
আবেদনের সময়সীমা:
আগামী ২৬ নভেম্বর ২০১৮ ইং তারিখ বেলা ২:৩০ ঘটিকার মধ্যে অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিসের কক্ষ নং-১৮ (ব্লক-বি, নীচতলা) এ সরাসরি আবেদনপত্র (তিন সেট) জমা দেয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়মাবলী:
আবেদন অনলাইন এবং সরাসরি কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমেও করা যাবে।
১. আবেদন ফি: ৫০০/-টাকা পূবালী ব্যাংক লিমিটেডের যেকোন শাখা অনলাইন শাখায় রেজিষ্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকুলে পূবালী ব্যাংক লি: শাহবাগ এভিনিউ শাখা, ঢাকার একাউন্ট নম্বর STD-430 এর বিপরীতে আগামী ৬ নভেম্বর হতে ২৫ নভেম্বর ২০১৮ ইং তারিখ পর্যন্ত উক্ত টাকা জমা দিয়ে জমা রশিদের কপি সংগ্রহ করতে হবে।
২. বয়স: আগামী ২৬ নভেম্বর ২০১৮ ইং তারিখে ৩০ বৎসরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৩২ বৎসর পর্যন্ত।
নিম্নে মূল সার্কুলারটি দেওয়া হলো:
![Senior Staff Nurse Recruitment](https://govtjob24.com/wp-content/uploads/2018/11/Senior-Staff-Nurse-Recruitment.jpg)
সমসাময়িক আরো সরকারি চাকুরীর বিজ্ঞপ্তি দেখুন:
[feed url=”https://govtjob24.com/” number=”7″]