Voice of Islam

Voice of Islam. Islam is the complete code of life. Islam is a worldwide religion. It is the religion of equality and friendship and peace. Know Islam and build your own life.

এখানে আপনি ইসলামের প্রাথমিক পালনীয় বিষয়গুলো জানতে পারবেন। ইসলাম গ্রহণ করার পর কিংবা একজন মুসলমানের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা এই সাইট থেকে জানতে পারবেন।

 

একজন মুসলমানকে যা পালন ও মেনে চলতে হবে-

  • ফরজ
  • ওয়াজিব
  • সুন্নাহ
  • হালাল
  • হারাম
  • মাকরূহ

ফরজ সমূহঃ

  • পাচঁ ওয়াক্ত সালাত
  • রমজান মাসের রোজা
  • সামর্থবান হলে জীবনে একবার হজ্ব আদায় করা
  • নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করা

ওয়াজিব সমূহঃ

  • বিতরের সালাত
  • এছাড়াও সালাতের ভিতরে ও বাহিরে ওয়াজিব সমূহ
  • হজ্বের ভিতরের আহকাম সমূহ

 

অজুর ফরজ ৪টি

১. সমস্ত মুখ ধোয়া।

২. দুই হাত কনুইসহ ধোয়া।

৩. মাথা মাসাহ করা।

৪. দুই পায়ের টাখনুসহ ধোয়া।

 

গোসলের ফরজ ৩টি

১. গরগরার সহিত কুলি করা। (কন্ঠনালী পর্যন্ত)

২. নাকে পানি দেওয়া। (নরম জায়গা পর্যন্ত)

৩. সমস্ত শরীর ধৌত করা।

 

তায়াম্মুমের ফরজ ৩টি

১. নিয়ত করা।

২. সমস্ত মুখ একবার মাসাহ করা।

৩. দুই হাতের একবার মাসাহ করা।

 

নামাজের ফরজ ১৩টি

নামাজের বাহিরে ৭টি

১. শরীর পাক করা।

২. কাপড় পাক করা।

৩. নামাজের জায়গা পাক করা।

৪. সতর ঢাকা।

৫. কিবলামুখী হওয়া।

৬. সময় মত নামাজ পড়া।

৭. নামাজের নিয়ত করা।

 

নামাজের ভিতরে ৬টি

১. তাকবীরে তাহরীমা পড়া।

২. দাঁড়িয়ে নামাজ পড়া।

৩. কিরাত পড়া।

৪. রুকু করা।

৫. সিজদা করা।

৬। শেষ বৈঠক করা।

 

রোজার ফরজ ২টি

১. নিয়ত করা।

২.সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা।

 

অজু ভঙ্গের কারণ ৭টি

১. পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া

২. মুখ ভরে বমি হওয়া।

৩. শরীরের ক্ষত স্থান হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো।

৬. পাগল, মাতাল, অচেতন হলে।

৭. নামাজে উচ্চস্বরে হাসলে।