চাকরির প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
সিএম মিরাজুল ইসলাম, লেখক
নলেজপিডিয়া
১. জাতীয় যুবনীতি অনুসারে যুবকদের বয়সসীমা কত?
- ১৮—২৫ বছর
- ২০—২৫ বছর
- ২৫—৩০ বছর
- ১৮—৩৫ বছর
২. স্বাধীন বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কোনটি?
- চট্টগ্রাম B. মংলা
- পায়রা D. মাতারবাড়ি
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য কে ছিলেন?
- স্যার এ এফ রহমান
- আবু সাঈদ চৌধুরী
- মোয়াজ্জেম হোসেন চৌধুরী
- আর.সি. মজুমদার
৪. ‘মাওয়া ফেরি ঘাট’ কোন জেলায় অবস্থিত?
- A. শরীয়তপুর B. মাদারীপুর
- ঢাকা D. মুন্সিগঞ্জ
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয় কত সালে?
- ১৯৭৪ B. ১৯৭৬
- ১৯৭২ D. ১৯৭৫
৬. জাতীয় কর দিবস কত তারিখে পালিত হয়?
- ১ নভেম্বর B. ১০ ডিসেম্বর C. ৩০ অক্টোবর D. ১৭ সেপ্টেম্বর
৭. বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন কে?
- ইলিয়াস শাহ
- মোহাম্মদ বিন তুঘলক
- ফখরুদ্দিন মোবারক শাহ D. দ্বিতীয় বাহাদুর শাহ
৮. বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়?
- ১৯৯২ সালে B. ১৯৯৯ সালে
- ১৯৯৬ সালে D. ১৯৯৮ সালে
৯. ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির প্রথম শহিদ কে?
- রফিক B. সালাম
- বরকত D. জব্বার
১০. সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত গ্রান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কে?
- শেরশাহ
- শায়েস্তা খান
- সম্রাট আকবর
- ইলিয়াছ শাহ
১১. বাংলা টাউন কোন দেশে অবস্থিত?
- যুক্তরাজ্য B. যুক্তরাষ্ট্র
- সিয়েরালিওন D. ভারত
১২. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল—
- যুক্তফ্রন্ট গঠন
- ভাষা আন্দোলন
- আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
- আগরতলা ষড়যন্ত্র মামলা
১৩. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?
- কালিয়াকৈর, গাজীপুর
- লাউয়াছড়া, মৌলবীবাজার
- নবীনগর, সাভার
- বিরিশিরি, নেত্রকোণা
১৪. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে-আইনটি ব্যবহার করা হয় ু
- অবৈধ অর্থ লেনদেন আইন B. মানি লন্ডারিং প্রিভেনশন আইন
- অর্থ ব্যবহার এবং লেনদেন আইন
- মানি লন্ডারিং আইন
১৫. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?
- সিলেট B. খুলনা
- কুষ্টিয়া D. চাঁপাইনবাবগঞ্জ
মতামত:০১৭১৪৭০৫৭২৭
Source: epaper.ittefaq.com.bd
3 thoughts on “Job preparation: Bangladesh Affairs”
Comments are closed.